রাজনোওয়াগড়ে রাজকিশোর লাল সিংহ দেও এর ৬২তম মহাপ্রয়াণ দিবস পালন

অমরেশ দত্ত, কেন্দা: রাজনোওয়াগড় দেবী প্রসাদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজ কিশোর লাল সিংহ দেও মহাশয়ের ৬২তম মহাপ্রয়াণ দিবস পালিত হল। মঙ্গলবার সকাল ৮ টায় দেবী প্রসাদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্বর্গীয় রাজ কিশোর লাল সিংহ দেও এর আবক্ষমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পাশাপাশি এদিন একটি বিশেষ আলোচনা সভা আয়োজিত হলো।
জানা যায়, রাজ কিশোর লাল সিংহ দেও ছিলেন রাজনোওয়াগড় রাজ পরিবারের সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী। তার মুল লক্ষ্য ছিল,মানুষের পাশে সর্বদা, মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা।উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য,পরিচালন সমিতির সভাপতি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা সহ বিশিষ্টজনেরা।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিবেকানন্দ বাউরী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।প্রত্যেকের সহযোগিতা ও উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
Previous Post Next Post

نموذج الاتصال