পথচলা শুরু হলো পুরুলিয়া প্রেস ক্লাবের

অমরেশ দত্ত, পুরুলিয়া: পথচলা শুরু হলো পুরুলিয়া প্রেস ক্লাবের। পুরুলিয়ায় আনুষ্ঠানিকভাবে একটি সাধারণ সভার মধ্য দিয়ে জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের এক ছাতার তলায় এনে পুরুলিয়া প্রেস ক্লাব গঠিত হলো। মূলত সাংবাদিকদের হেনস্তা ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই পথ চলা শুরু করল পুরুলিয়া প্রেস ক্লাব। শুরুটা হয়েছিল গত ২রা ফেব্রুয়ারি। পুরুলিয়ার সুরুলিয়াতে আয়োজিত একটি সভার মধ্য দিয়ে জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছিল এই পুরুলিয়া প্রেস ক্লাব। সাংবাদিকদের ওই সংগঠনকে সরকারিভাবে রেজিস্টার করাই ছিল প্রথম কাজ। সেই মতো গঠন করা হয় কমিটি। কমিটিতে সভাপতি পদে আসীন হন সাংবাদিক দীপক রাম। সম্পাদক হন সাংবাদিক বুদ্ধদেব পাত্র এবং কোষাধক্ষ্য হন সাংবাদিক শওকত আলী। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে জায়গা পান সাংবাদিক দেবাশীষ ব্যানার্জী ও সহ-সম্পাদক হিসেবে জায়গা পান সাংবাদিক শান্তনু দাস। এরপর পুরুলিয়া প্রেস ক্লাবের রেজিস্ট্রেশন করা হয়। ৪ ঠা এপ্রিল এই রেজিস্ট্রেশন এর নথি হাতে পাওয়ার পরেই, বুধবার পুরুলিয়ার সাহেব বাঁধের পাশের হোটেল মানস সরোবরে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।যেখানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংবাদিক সঞ্জিত গোস্বামী,সাংবাদিক ভাস্কর দাস গুপ্ত, বিশিষ্ট সাংবাদিক গৌতম পরামানিক, সাংবাদিক সন্দীপ সমাদ্দার, সাংবাদিক তপন মাহাতো সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছোট বড় চ্যানেল ও পত্রিকার সাংবাদিকরা। আগামীদিনে সংগঠন কী ভাবে চলবে ? কী ভাবে পরিচালিত হবে? তার একটা প্রেক্ষাপট তৈরি করা হলো এদিনের এই সভার মধ্য দিয়ে। 
উল্লেখ্য পুরুলিয়া জেলার সাংবাদিকদের অধিকার, বঞ্চনা, সমস্যা দেখার জন্য বা বোঝার জন্য এর আগে কোনও সংগঠন ছিল না। হ্যাঁ, খাতায় কলমে গুটি কয়েকটি সংগঠন থাকলেও তারা কখনোই সেই অর্থে সাংবাদিকদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বিশেষভাবে কোনও ভূমিকা পালন করেনি। যেখানে এই পুরুলিয়া প্রেস ক্লাব পথচলা শুরু করলো সাংবাদিকদের অধিকার, তাদের সমস্যা, তারা কোনও বিপদে পড়লে তা থেকে উদ্ধার করা, তাদের পাশে দাঁড়ানোর উদ্দ্যেশ্য নিয়েই। পাশাপাশি শুধুমাত্র সাংবাদিকতা নয়। তার ঊর্ধ্বে উঠে সামাজিক কাজেও সাহায্যের হাত বাড়িয়ে করেছে দেওয়ার অঙ্গীকার পুরুলিয়া প্রেসক্লাব। যেমন রক্তদান শিবির থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিভিন্ন সামাজিক পরিষেবা প্রদানের ক্ষেত্রেও এই সংগঠনকে পাওয়া যাবে পাশে।
Previous Post Next Post

نموذج الاتصال