ঘাগরা গ্রামে হরিমন্দির প্রাঙ্গণে ভক্তের ঢল

অমরেশ দত্ত, মানবাজার:জাতি ধর্ম বর্ণ, ধনী, নির্ধন সমস্ত বৈষম্যকে দূরে সরিয়ে সমস্ত মানুষ হরিনামের মাহাত্ম্য প্রথম উপলব্ধি করেছিল গৌরাঙ্গ মহাপ্রভুর হাত ধরে।আবার আমাদের দেশের সংস্কৃতির মূল সারকথা, সেই প্রাচীন ঐতিহ্য এখনো যেন মুর্ত হয়ে দেখা দেয় পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের ঘাগরা গ্রামের হরিমন্দির প্রাঙ্গণে।গ্রামের মেয়েরা জল নিয়ে মঙ্গলঘট ভরে সারিবদ্ধভাবে সংকীর্ত্তন প্রাঙ্গনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন প্রচুর মানুষজন। ঘাগরা ষোলআনা কমিটির পক্ষ থেকে জানা যায়, হরিনাম সংকীর্তন চলবে তিন দিন ধরে।এই উপলক্ষে নিকটবর্তী গ্রাম সহ দূর-দুরান্ত থেকে মেলা প্রাঙ্গনে সমাগম ঘটে অসংখ্য দর্শনার্থী,পুণ্যার্থী ও ভক্তদের। হরিনাম সংকীর্তন কে কেন্দ্র করে এমন ভক্ত সমাগম এই জেলায় শুধু নয়, গোটা রাজ্য বোধ হয় এমন নিদর্শন বিরল। শুধু প্রাচীনত্বে নয়, বরং মানুষের বিশ্বাসে আবেগে ভক্তিতে এদিন মেলা প্রাঙ্গণ হয়ে উঠলো সত্যিকারের মহামানবের এক মিলন মেলা।সুমধুর হরিনাম উচ্চারণ, ঈশ্বর নাম শ্রবণ বিভিন্ন সংকীর্তন দলের কীর্তন উপস্থাপন সবকিছু মিলেমিশে গোটা প্রাঙ্গণ জুড়ে যেন ছড়ালো এক অদ্ভুত আধ্যাত্মিকতার আবেশ,এক আধ্যাত্মিক তরঙ্গ।
Previous Post Next Post

نموذج الاتصال