লক্ষ্য স্বনির্ভরতা: আদিবাসী কৃষকদের উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ শিবির অযোধ্যায়

অমরেশ দত্ত, অযোধ্যা: আইকার-রিসার্চ কমপ্লেক্স ফর ইস্টার্ন রিজিয়নের উদ্যোগে এবং বিবেকানন্দ বিকাশ কেন্দ্রের সহযোগীতায় আদিবাসীদের কর্মসংস্থানের লক্ষ্যে শুক্রবার আয়োজিত হল “প্রয়াস” প্রকল্পের এক দিবসীয় সচেতনতামূলক ও প্রশিক্ষণ শিবির। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় কোলে অনুষ্ঠিত হল এই শিবির। এদিনের মূল বিষয় ছিল মাশরুম এবং পশু পালনের মাধ্যমে আদিবাসী কৃষকদের উন্নয়ন। 
জানা যায়, আইসিএআর-রিসার্চ কমপ্লেক্স, পাটনার বিজ্ঞানীদের একটি দল “প্রয়াস” প্রকল্পের অধীনে হাথিনদা ভিলেজ ক্লাস্টারে উপজাতি কৃষকদের উন্নয়নের জন্য কাজ শুরু করেছে। “প্রয়াস” হলো প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে জীবিকা উন্নয়নের জন্য ইনস্টিটিউটের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যা বর্তমানে ভারতের সাতটি পূর্বাঞ্চলীয় রাজ্যে—পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আসাম, ছত্তিশগড় এবং পূর্ব উত্তর প্রদেশে পরিচালিত হচ্ছে।এক দিবসীয় সচেতনতামূলক ও প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা করেন পাটনার আইসিএআর-আরসিইআর-এর পরিচালক ড. অনুপ দাস। এদিন আইসিএআর-আরসিইআর, পাটনার প্রধান বিজ্ঞানী ড. বিকাশ সরকার এই কর্মসূচির সভাপতিত্ব করেন। তিনি কৃষি প্রযুক্তির গ্রহণযোগ্যতা বৃদ্ধির ওপর গুরুত্ব এবং উপজাতি কৃষাণীদের নিউট্রিয়া-গার্ডেন, পোল্ট্রি পালন এবং উদ্যোক্তা বিকাশের মাধ্যমে আয় বৃদ্ধির জন্য উৎসাহিত করেন, যা তাদের পুষ্টির উন্নয়নেও সহায়ক হবে। বিবেকানন্দ বিকাশ কেন্দ্রের সম্পাদক শ্রী অরবিন্দ ভট্টাচার্য উপজাতি কৃষকদের কৃষি বিজ্ঞানীদের সাথে যুক্ত হয়ে উন্নত কৃষি প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান। তিনি এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য আইসিএআর-আরসিইআর, পাটনার পুরো দলকে ধন্যবাদ জানান। এই কর্মসূচিতে ড.অজিত কুমার ঝা, ড.পবন জিৎ, এ.এস. মহাপাত্র-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
Previous Post Next Post

نموذج الاتصال