অমরেশ দত্ত, মানবাজার: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন এএন চেরিট্যাবল ট্রাস্ট।জানা যায়, ট্রাস্টের পক্ষ থেকে মঙ্গলবার পুরুলিয়া জেলার মানবাজার ১ নং ব্লকের বিশরী আঞ্চলিক পিডিজিএম হাইস্কুলের আগত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জল বোতল তুলে দেওয়া হল, পাশাপাশি এদিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়।পাশাপাশি বিদ্যালয়ের পর্যবেক্ষক, পুলিশ,অভিভাবক সহ প্রত্যেকের হাতে জলের বোতল তুলে দেওয়া হল।
এদিনের কর্মসূচিতে উপস্থিত পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা প্রতিমা বাউরী,বিশরী আঞ্চলিক পিডিজিএম হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মঙ্গলময় গরাই ও সাংবাদিক অমরেশ দত্তকে ট্রাস্টের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।উপস্থিত ছিলেন এএন চেরিট্যাবেল ট্রাস্টের রাজ্য কমিটির সদস্যা চৈতালি মুখার্জী, মিঠু মুখার্জী, জেলা কমিটির সদস্য জ্যোতির্ময় ব্যানার্জী সহ অন্যান্য সদস্য বৃন্দ ও বিশিষ্টজনেরা।এদিন জলের বোতল পেয়ে খুশি পরীক্ষার্থীরা।এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।
Tags
Social