অমরেশ দত্ত, মানবাজার: স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন হল পুরুলিয়া জেলার মানবাজার ১ নং ব্লকের অন্তর্গত বিশরী প্রাথমিক বিদ্যালয়ে। সোমবার ফিতে কেটে স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন করলেন মানবাজার মহকুমা শাসক মহম্মদ মানজার হোসেন আঞ্জুম।মূলত খুদে পড়ুয়ারা বর্তমান দিনে সরকারি বিদ্যালয়মুখী না হয়ে বেসরকারি বিদ্যালয়মুখী। মূলত ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে চালু হল স্মার্ট ক্লাস।জানা যায়, এর ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হারও বাড়বে।
পাশাপাশি ছাত্রছাত্রীরা পাঠ্য বইয়ের বিষয়গুলো অডিও ও রঙিন ছবি, ভিডিও'র মাধ্যমে মাধ্যমে খেলার ছলে পড়াশোনার করলে তাদের পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোযোগ বাড়বে তেমনি বিষয়গুলো বুঝতে সুবিধা হবে।এদিন মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুদে পড়ুয়াদের মডেল প্রদর্শনী, মুখাভিনয়, নাচে মনমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হলো দিনটি।বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত অতিথিদের চন্দনের ফোঁটা, মেমেন্টো ও পুস্পস্তবক দিয়ে বরণ করে নেয়।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সফল শিক্ষার্থীদের কৃতি সম্মাননা জানানোর পাশাপাশি মেধা পরীক্ষায় সফল শিক্ষার্থীদের হাতে মেডেল, শংসাপত্র ও বই তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, মানবাজার ১ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা,শিক্ষক অমিতাভ মিশ্র, মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, সহকারী সভাপতি দিলীপ পাত্র, বিশরী গ্রাম পঞ্চায়েত প্রধান সজ্জিতা বেসরা সহ বিশিষ্টজনেরা।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসন্তী হালদার উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Tags
Educational