অমরেশ দত্ত, মানবাজার: বামনী অভিজিৎ মাহাতো স্মৃতি সংঘের অনবদ্য উদ্যোগ মানবতা কে হার মানালো। মানুষ মানুষের জন্য একথা সত্যি হলো। আজ বৃহস্পতিবার এলাকার দুস্থ শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হলো।এদিন প্রথমেই মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত অতিথিদের সংঘের পক্ষ থেকে চন্দনের ফোঁটা, উত্তরীয়, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।
মূলত ক্লাবের সকল সদস্যদের সহযোগীতায় আজকের কর্মসুচিটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।এইধরনের উদ্যোগে খুশি এলাকাবাসী৷ এবিষয়ে সংঘের পক্ষ থেকে সভাপতি উজ্জ্বল মাহাত বলেন, অসহায় দুঃখীদের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন অনুভূতি। সাধারণ মানুষের কল্যাণে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।
পাশাপাশি তিনি প্রত্যেককে এগিয়ে আসার বার্তা দেন এবং উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জানান।উপস্থিত ছিলেন মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি,বামনী মাঝিহিড়া গ্রাম পঞ্চায়েত প্রধান জগত চন্দ্র মাহাতো সহ বিশিষ্টজনেরা।জানা যায়, সরস্বতী পুজো উপলক্ষে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, পাশাপাশি সংঘের পক্ষ থেকে সংঘের সদস্যরা বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকেন।
Tags
Social