বেপরোয়া যানবাহন, দুর্ঘটনার শিকার সাধারণ মানুষজন

অমরেশ দত্ত, মানবাজার: মানবাজার বাঁকুড়া রোডের পায়রাচালী নিকটবর্তী বাসুডি গ্রামের রাস্তার উপর একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যায়, বেপরোয়া গতিতে যান চলাচলের ফলে দুর্ঘটনার শিকার হন এক স্থানীয় মহিলা। পাশাপাশি বাসুডি সহ কাড়াধরা, বড়পুল, মহলবনি, বুড়িশহর গ্রাম রয়েছে।দীর্ঘদিন ধরেই এরকম দুর্ঘটনার কবলে পড়ছেন এলাকার স্থানীয় মানুষজন।বাসুডি  গ্রামের  বাসিন্দা চিত্তরঞ্জন বাউরী জানান, জনবসতি এলাকা এবং রাস্তার সামনে বাসুডি কলাবনি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও বাসুডি প্রাথমিক বিদ্যালয় দুটি স্কুল রয়েছে এবং এলাকার ছেলে মেয়েরা স্কুলে যায়। তাই রাস্তায় বাম্পার, গার্ডেল, স্ট্রিট লাইট ও দিনরাত্রে যেমন সিভিক ভলান্টিয়ার্স সেখানে থাকে তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।এ বিষয়ে রমেশ বাউরী জানান যে দীর্ঘদিন ধরেই এই রাস্তার উপর দুর্ঘটনা ঘটে চলেছে আগামী দিনে যদি  প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা পথ অবরোধ করে আন্দোলনে নামব। মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর বলেন, পিডব্লুডি কে এ বিষয়ে চিঠি করেছি এবং খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।
Previous Post Next Post

نموذج الاتصال