দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা

অমরেশ দত্ত, মানবাজার: মানবাজার ১ নং ব্লকের জিতুজুড়ি অঞ্চলের কুন্দরু ডিহাডুংরী ফুটবল ময়দানে আয়োজিত হল দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে।আজ বুধবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রোহিত অ্যাকাডেমি ও শালগাঘুটু স্মৃতি শক্তি ক্লাব। এদিন ট্রাইবেকারে রোহিত অ্যাকাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শালগাঘুটু স্মৃতি শক্তি ক্লাব। দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতায় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু সহ বিশিষ্টজনেরা।
Previous Post Next Post

نموذج الاتصال