বিশ্বনাথ সিংহ,উত্তর দিনাজপুর:সাঁওতাল বিদ্রোহের নেতা বীরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে "স্বচ্ছতা-হি সেবা" সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হল নেহেরু যুব কেন্দ্র উত্তর দিনাজপুর ও বাসুদেবপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে।এদিন উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের বিভিন্ন এলাকায় সাফাই অভিযান, বৃক্ষ রোপন সহ রেলি করে নিজেকে ও পরিবেশের চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখা,যেখানে সেখানে নোংরা আবর্জনা না ফেলা ও অপরকে ফেলতে না দেওয়া,খোলা জায়গায় মলত্যাগ না করা এবং খাওয়ার আগে ও পরে ভালো করে হাত ধোওয়া সহ সকলের প্রচেষ্টায় এলাকা নির্মল করার সামাজিক বার্তা দেওয়া হয়।অপরদিকে বীরসা মুন্ডার জীবনী স্কুলের ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন সোসাইটির সদস্যরা। সোসাইটির সদস্য আফসার বলেন "পরিবেশ নির্মল করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনেও এধরনের কর্মসূচি চলতে থাকবে"। এজন্য আফসার বাবু সকলকে এগিয়ে এসে সহযোগিতার অনুরোধ করেছেন।
Tags
Social