অমরেশ দত্ত, পুরুলিয়া: প্রয়াত হলেন পুরুলিয়ার ফটোগ্রাফির গুরু বলে পরিচিত সন্তোষ রাজগড়িয়া। বয়স হয়েছিল ৭১ বছর। বেশ কিছুদিন ধরেই শারীরিক নানান সমস্যায় ভুগছিলেন তিনি। পুরুলিয়া শহরের পি এন ঘোষ স্ট্রীটে এদিন তার প্রয়ানের সঙ্গে সঙ্গে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বনামধন্য আলোকচিত্রী সন্তোষ বাবুর জন্ম ১৯৫৩ সালের ৯ আগস্ট। পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজ থেকে কলা বিভাগে স্নাতক। তারপর যুক্ত হন পারিবারিক ব্যবসায়।
১৯৮৬, ১৯৯০ ও ১৯৯১ এ জাপান থেকে পেয়েছেন ইউনেস্কো পুরস্কার। ১৯৮৯ ও ৯০ সালে পরপর দুবার তাঁকে পুরস্কৃত করেছে জাপানের অলিম্পাস ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট। জাপান থেকেই পেয়েছেন তিন তিনবার নিকন ফটো কনটেস্ট ইন্টারন্যাশনাল পুরস্কার। তাইওয়ান থেকে তাইপেই ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছেন ১৯৮১,১৯৮৩ ও ২০০৫ সালে।স্বর্ণপদকে ভূষিত হয়েছেন ইস্তাম্বুল ও আমেরিকার সংস্থা দ্বারা। ভারত সরকার তাঁকে তিনবার প্রদান করেছে ন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড।