দেওয়ালি উইথ মাই ভারত কর্মসূচি

অমরেশ দত্ত মানবাজার:পুরুলিয়া নেহরু যুব কেন্দ্রের উদ‍্যোগে এবং মানবাজারের শ্রীদুর্গা স্বনির্ভর মহিলা দল ও মে আই হেল্প ইউ গ্রুপের ব‍্যবস্থাপনায় সাফাই অভিযান এবং ট্রাফিক কন্ট্রোল সংঘটিত  হল মানবাজার বাস স্ট‍্যান্ড সংলগ্ন এলাকায়।  উদ‍্যোক্তাদের ধন‍্যবাদ জানিয়ে এই কর্মসূচির শুভারম্ভ করেন পুরুলিয়া জেলা পরিষদের সদস‍্যা প্রতিমা বাউরী। তিনি এই মহৎ উদ‍্যোগ সহ জন সচেতনতার কর্মসূচিকে এবং ট্রাফিক সচেতনতার জন‍্য প্রচার অভিযানকে খুবেই প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন । শ্রীদুর্গা স্বনির্ভর দলের পক্ষে লতিকা মাঝি জানান যে, মানবাজার শহরের যে সমস্ত এলাকাগুলিতে  দৈনিক প্রচুর মানুষের সমাগম হয়, মূলত সেই এলাকাগুলির  ব‍্যবসায়ী সহ সাধারণ মানুষদের প্লাস্টিক সহ বিভিন্ন আবর্জনা নির্দিষ্ট পাত্রে ফেলার জন‍্য অনুরোধ করা হয়েছে। প্রত‍্যেকেই  যাতে প্লাস্টিকের ব‍্যবহার কম করেন, সেই বার্তাও দেওয়া হয়েছে। মে আই হেল্প ইউ গ্রুপের পক্ষ অমিতাভ মিশ্র জানান যে, নেহরু যুব কেন্দ্র  দেওয়ালি উইথ মাই ভারত কর্মসূচিতে প্লাস্টিক সহ জঞ্জাল মুক্ত স্বচ্ছ ভারত গড়তে এই উদ‍্যোগ নিয়েছে। এর পাশাপাশি উৎসবের দিনে দুর্ঘটনা এড়াতে ট্রাফিক কন্ট্রোল করা হয়েছে। সকলে মিলে চারপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার শপথ নিতে হবে। স্বেচ্ছাসেবক রঞ্জিত বৈরাগী ও সুতপা মাঝি মহৎ এই কাজে যোগদানের সুযোগ করে দেওয়ার জন‍্য উদ‍্যোক্তাদের ধন‍্যবাদ জানান। প্রায় চল্লিশ জন যুবক - যুবতী এই কর্মসূচিতে সর্বত্র ব্লিচিং পাউডার ও ফিনাইল ছড়িয়ে পরিচ্ছন্ন এলাকা গড়ে তোলার পাশাপাশি জীবাণু মুক্ত পরিবেশ সৃষ্টি করতে স্বেচ্ছাশ্রম দান করেন এবং উৎসাহের সাথে ট্রাফিক কন্ট্রোলেসামিল হন।
Previous Post Next Post

نموذج الاتصال