রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে দ্বিতীয় স্থান অর্জন করল পুরুলিয়া'র মেয়ে মানসী

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে অনূর্ধ্ব ১৭ বছরের বালিকা বিভাগের ৩০০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুরুলিয়ার মানসী মাহাত ৷  বোঙ্গাবাড়ী গার্লস হাই স্কুলে নবম শ্রেনীতে ছাত্রী মানসী জানায়,আমি গত ৩ বছর ধরে বোঙ্গাবাড়ী অ্যাথলেটিক্স ফুটবল একাডেমিতে অনুশীলন করছি, লক্ষ্য একটায় মাঠে নিজের সেরাটা দেওয়া৷ এর আগে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার  সুযোগ হয়নি , তবে এবার আমি প্রথমবার স্টেট মিটের ৩০০০ মিটারে নামার সুযোগ পাই এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি; এবার লক্ষ্য জাতীয় স্তরে নিজের সেরাটা দেওয়া।বাবা পেশায় একজন কৃষক। পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি মায়ের কাজে সহযোগিতা করে মানসী। আর্থিক অনটনের মধ্যেও তার এই সাফল্যে খুশি তার পরিবার।
Previous Post Next Post

نموذج الاتصال