নিজস্ব সংবাদদাতা,মানবাজার: কুমারী নদীর জল থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার। ফের কুমারী নদী থেকে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার বিকেল নাগাদ দোলদেড়িয়া সংলগ্ন কুমারী নদীতে দেহটি ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।পরবর্তীকালে মানবাজার ও বোরো থানার পুলিশের উপস্থিতিতে জল থেকে দেহটি উদ্ধার করা হয়। এদিন দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারীকেরা। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
Tags
Local