নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ক্ষণিকের ঝড়ে অ্যাম্বুলেন্সের উপর ভেঙ্গে পড়ে ইলেকট্রিক পিলার ও একটি গাছ এবং অন্যদিকে ভেঙে পড়লো টিনের চালি।ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার মানবাজার ২নং ব্লকের বারি হাসপাতালে বৃহস্পতিবার বিকেল ৪ টা নাগাদ, পাশাপাশি একটি টিনের ছাউনি উড়ে পড়ে একই এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেল নাগাদ আচমকাই ঝড় ওঠে এবং এই ঘটনায় অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে বাইকের ওপর টিনের ছাউনি উড়ে গিয়ে পড়ে।
Tags
District