গ্রীন ভিলেজ গড়ার লক্ষ্যে শুভ উদ্বোধন ভেষজ উদ্যানের

অমরেশ দত্ত, পুরুলিয়া: একটি গাছ, একটি প্রাণ, গাছপালা ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। গাছ আমাদের পরম বন্ধু,এই চরম সত্যটুকুও ভুলতে বসেছে মানব সমাজের একাংশ।আবার বর্তমানে প্রাকৃতিক ভারসাম্য নিয়ে সারা বিশ্বে চলছে আলোচনা। সবুজায়নের গুরত্ব উপলব্ধি করেছে এখন প্রত্যেকে। উষ্ণায়ন ক্রমবর্ধমান। তাই সারা বিশ্বে নতুন করে প্রচেষ্টা চলছে বৃক্ষরোপণের। মূলত বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশকে দূষণমুক্ত করতে গ্রীন ভিলেজ গড়ার লক্ষ্যে শনিবার পুঞ্চা ব্লকের কেন্দা থানার কেন্দা রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যামন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে শুভ উদ্বোধন হল ভেষজ উদ্যানের।এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডা:সাধনা খাওয়াস, ডিএফও পূরবী মাহাতো, বনভূমি কর্মাধ্যক্ষ জয় মল্ল ভট্টাচার্য।সঙ্গে উপস্থিত ছিলেন ড: স্বপন দাস, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস, নারায়ণ চন্দ্র মাহাতো, কেন্দা অঞ্চলের প্রধান সুন্দরা মাহাতো সহ বিশিষ্টজনেরা।
Previous Post Next Post

نموذج الاتصال