পুরুলিয়ার নতুন এসপি হলেন আইপিএস আশিস মৌর্য

পুরুলিয়ার নতুন এসপি হলেন আইপিএস আশিস মৌর্য এবং পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথির নতুন এসডিপিও হলেন ডব্লিউবিপিএস আজহারুদ্দিন খান। প্রসঙ্গত, গতকাল লোকসভা নির্বাচনের মধ্যেই ৪ জন পুলিশ আধিকারিককে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। গতকালকে সরানো হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার এসডিপিও কাঁথি দিবাকর দাসকে। তার জায়গায় নতুন এসডিপিও হলেন ডব্লিউবিপিএস আজহারুদ্দিন খান। গতকালকে সরানো হয়েছিল পুরুলিয়া জেলার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। তার জায়গায় পুরুলিয়ার নতুন এসপি হলেন আইপিএস আশিস মৌর্য।

উল্লেখ্য, লোকসভা নির্বাচন ঘোষণার পর নির্বাচনী বিধি চালু হওয়ার পর থেকে বিভিন্ন জায়গার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সহ থানা স্তরের পুলিশ আধিকারিকদেরও সরানো হয়েছে। ডিজি রাজীব কুমার থেকে শুরু করে একাধিক জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে। সেই তালিকায় নবতম সংযোজন পুরুলিয়ার পুলিশ সুপারকে সরানো।


Previous Post Next Post

نموذج الاتصال