মানবাজার শহরের হাসপাতাল মোড়ে বেসরকারি বাসের ধাক্কা বাইকে,গুরুতর আহত হলো ১ যুবক।শনিবার দূর্ঘটনাটি ঘটে আনুমানিক বেলা ২:৩০ টা নাগাদ,স্থানীয় সূত্রে জানা যায় মানবাজার শহরে ঢোকার মুখে মানবাজার হসপিটাল মোড়ে একটি বাইককে ধাক্কা দেয় ওই বেসরকারি বাসটি,ফলে জীতেন পাল নামে বাইক আরোহী আহত হয় ও বাইকের পেছনে বসে থাকা আরেক যুবক অল্পবিস্তর আহত হয় ,পরবর্তীকালে আহতকে উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা উন্নতর চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে।
মানবাজার হাসপাতাল মোড়ে বেসরকারি বাসের ধাক্কায় আহত বাইক আরোহী
byAmaresh Dutta
-
0