বাইকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা ছোট চার চাকা গাড়ির, ভাঙচুর চালালো উত্তেজিত জনতা

অনিয়ন্ত্রিত ভাবে কয়েকটি বাইকে ধাক্কা চারচাকা গাড়ির তার জেরে উওেজনা পুলিশের সামনে গাড়ি ভাঙচুর ঘটনা মানবাজারে।শনিবার রাত্রি ৮ টা নাগাদ ঘটনাটি ঘটে মানবাজার পোদ্দার পাড়া এলাকায়,এদিন একটি চারচাকা গাড়ি পোদ্দারপাড়া এলাকায় কয়েকটি বাইকে ধাক্কা দেয় পরবর্তীকালে গাড়িটির পেছনে ধাওয়া করলে গাড়িটি গতির মুখে বেরিয়ে যায়,পরবর্তীকালে পুলিশ গাড়িটিকে আটক করলে নিয়ে আসার সময় উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে এবল মানবাজারে থানার সামনে উত্তেজনার সৃষ্টি হয়,পুলিশ গাড়িটি আটক করেছে।যদিও এখনও পর্যন্ত পাওয়া খবর কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
Previous Post Next Post

نموذج الاتصال