কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) আড়শা পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে প্রয়াত রামবিষ্ণু সিংহ'র স্মরণ সভা

অমরেশ দত্ত, পুরুলিয়া:ভারতের কমিউনিস্ট পার্টি(মার্ক্সবাদী) আড়শা পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে প্রয়াত  রামবিষ্ণু সিংহর স্মরণ সভা অনুষ্ঠিত হলো মুদালি গ্রামে। এদিন উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য দেবেন্দ্র নাথ মাহাতো, সম্পাদকমন্ডলীর সদস্য গোবিন্দ মাঝি, দীপঙ্কর মাঝি, জেলা সম্পাদক প্রদীপ রায় সহ আরো অনেকে।
Previous Post Next Post

نموذج الاتصال