করিমপুর ১ গভর্নমেন্ট আই.টি.আই রিক্রুটমেন্ট ড্রাইভ

কারিগরি শিক্ষার একটি সফল প্রতিষ্ঠান করিমপুর-১ গভর্নমেন্ট আই টি আই কলেজ ক্যাম্পাসে "Jay Bharat Maruti Ltd. ও Vithalapur Mandal Taluka" পক্ষ থেকে আয়োজিত হলো এক রিক্রুটমেন্ট ড্রাইভ। যেটি নদীয়া জেলার করিমপুর -১ ব্লকে অন্তর্গত। করিমপুর ১ সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি এবং অসংখ্য ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। এ বছর ছেলেমেয়ে এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে  উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে। প্রত্যেকটা ছাত্র-ছাত্রীকে কাজ শেখানোর পর যাতে করে একটা ভালো সংস্থায় নিযুক্ত করা যায় সেই কথা ভেবেই আজ অনুষ্ঠিত হলো ক্যাম্পাস ড্রাইভ যেখানে বেশ কিছু ছেলে এবং মেয়ে এই ড্রাইভে অংশগ্রহণ করে এবং নতুন কর্মজীবনের জন্য নির্বাচিত হয়।বর্তমান সময়ে এই ধরনের কোম্পানির রিক্রুটমেন্ট ড্রাইভ এ বসতে পেরে নিজেদের যোগ্যতা প্রমাণ করে বেশ কিছু ছেলে - মেয়ে এই চাকরির সংশাপত্র পাবে এই আসা রাখি।আজ এই ক্যাম্পাস ড্রাইভের বেশ কিছু মুহুর্ত দেওয়া হলো।
Previous Post Next Post

نموذج الاتصال