শুধু শিল্প সংস্কৃতি নয় ধীরে ধীরে খেলাধুলাতেও অনেকখানি এগিয়ে গিয়েছে জেলা পুরুলিয়া। এই জেলার মাটিতে এসেছে একের পর এক সম্মান। এবার এই জেলার ভূমিপুত্র বিদেশের মাটিতে জেলার নাম উজ্জ্বল করতে চলেছে। ইন্টারন্যাশনাল ব্রেকিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছে পুরুলিয়ার ভূমিপুত্র অভিজিৎ শীল। আগামী ১আগস্ট ২০২৪-এ কাজাকিস্তানে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা তাতেই অংশ নেবেন পুরুলিয়ার ভূমিপুত্র তথা অ্যাডভান্স ক্যারাটে একাডেমি কর্ণধার অভিজিৎ শীল। ইতিপূর্বে তিনি ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল বহু কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন।
সৌজন্যে: নিউজ 18 বাংলা
Tags
Sports