বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত ১ ও আহত ১

বাঘমুন্ডি:- বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত হোন তরতাজা এক যুবক।ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় পুরুলিয়ার বাঘমুন্ডি থানার ডাংডুং গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বুধবার সন্ধ্যায় ওই যুবক বাড়ি প্রবেশ করার সময় দেখতে পায় বাড়ির বাহিরে ইলেক্ট্রিক তার পড়ে রয়েছে।সেই ইলেক্ট্রিক তার তুলতে গিয়ে ইলেক্ট্রিক শক লাগে তার।সে চটপট করতে থাকে সঙ্গে সঙ্গে ওই যুবকের মা দেখতে পেয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে মাও ইলেক্ট্রিক শক পায়।বাড়ির সামনে থাকা একজন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কারেন্ট বনধ করে দেয়।এবং সঙ্গে সঙ্গে ওই যুবক ও তার মাকে বাঘমুন্ডি ব্লক পাথরডি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে প্রাথমিক চিকিৎসা করার পর মৃত বলে ঘোষণা করেন।এবং ওই নিহত যুবকের মা কে প্রাথমিক চিকিৎসা করার পর অনেকটা সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।

পাশাপাশি বিবরণে আরও জানা গিয়েছে,ওই নিহত যুবকের বাড়ির সামনে দিয়ে পাড়াপ্রতিবেশীর কেউ সব্জি চাষ করার জন্য নিজের বাড়ি থেকে ওই নিহত যুবকের বাড়ি দিয়ে ইলেক্ট্রিক তার নিয়ে গেছে।সেই ইলেক্ট্রিক তার কোন কারণ বশত জমিতে পড়ে যায়। তা বাড়ির সামনে পড়ে থাকতে দেখে ওই যুবক তুলতে গিয়ে ইলেক্ট্রিক শর্ট খেয়ে চটপট করতে থাকে।তাকে বাঁচাতে গিয়ে মাও গুরুতর আহত হয়।বৃহস্পতিবার, ওই নিহত যুবকের দেহ ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।নিহত যুবকের নাম নিলেস মাহাতো,বয়স আনুমানিক ২২ বৎসর, বাড়ি বাঘমুন্ডি থানার ডাংডুং গ্রামের বাসিন্দা।ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বাঘমুন্ডি এলাকায়।
Previous Post Next Post

نموذج الاتصال